ঢাবিতে এক বছরে ২৭ শিক্ষার্থী নির্যাতন

Mar 1, 2023 - 13:56
 0  47
ঢাবিতে এক বছরে ২৭ শিক্ষার্থী নির্যাতন

 ঢাবি প্রতিবেদক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানবাধিকার বিষয়ক প্লাটফর্ম 'স্টুডেন্টস অ্যাগেইনস্ট টরচার' (এসএটি) আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষার্থী নির্যাতনের বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করে।

সংবাদ  সম্মেলনে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সালেহ উদ্দিন সিফাত লিখিত প্রতিবেদনটি পাঠ করেন। গত এক বছরে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ ) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সংগঠনের দ্বারা নির্যাতনের শিকার ২৭ শিক্ষার্থী। এছাড়া বিভিন্ন ঘটনায় হল ছাড়া হয়েছেন ২৬ শিক্ষার্থী। এছাড়াও ৩ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তার শিকার হন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব ঘটনায় নির্যাতকের ভূমিকা পালন করেছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা।

লিখিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পত্র-পত্রিকা ও ভিক্টিমদের বর্ণনানুযায়ী গত বছরে মোট ২০টি ঘটনায় ২৭ জন শিক্ষার্থী শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ২৭টি ঘটনায় কেবল ৪টি ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাশাসনিক ব্যবস্থা গ্রহণ করেছে। জোর করে হল থেকে বের করে দেওয়া শিক্ষার্থীদের সংখ্যা ২৬ জন। এছাড়াও মোট তিনজন সাংবাদিককে হেনস্তার শিকার হতে হয়। কিন্তু প্রকৃতপক্ষে শিক্ষার্থী নির্যাতনের সংখ্যা আরো কয়েকগুণ বেশি। যার অধিকাংশই আড়ালে থেকেই যায়।" এছাড়াও প্রতিবেদন থেকে জানা যায়, "গত ১৯ আগস্ট তারিখে নির্যাতিত এক শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনার পথে স্যাটের প্রতিষ্ঠাতা সালেহ উদ্দিন সিফাত ও ডকুমেন্টশন টিমের হেড আহনাফ সাঈদ খান ছাত্রলীগের কতিপয় সদস্যদের দ্বারা নির্যাতনের শিকার হন।

 চলতি বছরের গতমাসে আরেক সদস্য তারেক রেজাকে শহীদুল্লাহ হলে আটকে রেখে নির্যাতন করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করে। যদিও কোনো শিক্ষার্থীকে জোর করে হল থেকে বের করে দেওয়ায় এক প্রকারের নির্যাতনই, তবুও আমরা এটিকে আলাদা ক্যাটেগোরিতে উপস্থাপন করেছি যাতে করে এটা খোলাসা হয় যে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে আসলে হল প্রশাসনের কার্যতঃ কোনো কর্তৃত্বই নেই।" উল্লেখ্য, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের মানবাধিকার নিয়ে কাজ করতে Ensure Digital Privacy Rights স্লোগানে স্টুডেন্টস অ্যাগেইনস্ট টরচার (এসএটি) নামে নতুন একটি সংগঠনের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করে।

 আত্মপ্রকাশের দিনই ঢাবিতে পাঁচ মাসের শিক্ষার্থী নির্যাতনের প্রতিবেদন প্রকাশ করেছিলো সংগঠনটি। ঐ প্রতিবেদনে দেখানো হয়েছিলো ৫ মাসে অন্তত ১৮ শিক্ষার্থী নির্যাতনের শিকার হন। যেখানে তিনজন সাংবাদিক ও দুজন ফটোসাংবাদিকও এই নির্যাতনের শিকার হয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow