পদ্মার বুকে বিশ্বাসের বাঁধ

Feb 28, 2023 - 12:19
Mar 2, 2023 - 07:19
 0  56
পদ্মার বুকে বিশ্বাসের বাঁধ

এই পদ্মা পাড়ের স্মৃতির শেষ নাই। অজস্র স্মৃতি। দিস্তা দিস্তা কাগজ লাগবে। কতবার গাড়ি নিয়ে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। ফেরী নাই ,কুয়াশা, আবার বর্ষাকালে দেখছি উত্তাল পদ্মা ,ঘাটে ফেরী ভিড়তে পারে না। অজস্র মানুষকে বসে থাকতে দেখছি ঘন্টার পর ঘন্টা। ক্লান্ত হয়ে প্রিয়জনের কাধে ঘুমিয়ে পরতো সেই ক্লান্ত মুখগুলো। যে ঘুম দেখে আমার লোভ লাগতো আবার দীর্ঘশ্বাসও হত।নদীর তীর ,ফেরী,দমকা হাওয়া, ডিম পরাটা ,চা, ভাজা ইলিশ মাছ আর গরম ভাত। সবকিছু ছিলো অতি আপন। যা আমাকে বারবার টেনে নিতো ধানমন্ডি থেকে বরিশাল শহরে। শেষ বার ফেরী পার করতে পারি নাই। ফ্লাইটে আসছিলাম বরিশাল থেকে। আর হয়তো ফেরী পার হবো না কোনদিনও। এসব আসলেই সুন্দর, পদ্মার স্রোতের মত। অতি সুন্দর। ফেরী পার করার পর ,ঈদের সময় যে আনন্দ ,যেন ট্রয় নগরী জয় হয়েছে,তা আর ফিরবে না।ফিরবে না ফেরীর ঝাল চানাচুর ,সিদ্ধ ডিম। ভালো থাকুক সেই সব ডিম সিদ্ধ,চানাচুর বিক্রেতারা। প্রতিদিন কত কিছুই তো হারাই। আমিও তাদের হারিয়ে ফেললাম। হারিয়ে ফেললাম সেই সূর্যটাকে মাঝ পদ্মায় , যে প্রতিবার আমর সামনেই ডুবতো। গত শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীই প্রথম পদ্মা সেতুতে টোল দিয়ে সেতু পার হন। মাওয়া থেকে জাজিরা প্রান্তে যান তিনি। সেতু উদ্বোধনের সময় আকাশে বর্ণিল ধোঁয়া ওড়ানো হয়। বিমানবাহিনীর সুদৃশ্য মহড়া চলে। উদ্বোধনের পর দুই পারের অসংখ্য মানুষ পদ্মা সেতুতে নেমে পড়েন। বাঁধভাঙা উচ্ছ্বাস দেখা যায় তাঁদের মধ্যে। স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে যোগাযোগের নতুন অধ্যায় শুরু হয়েছে। ঢাকাসহ পুরো দেশের সঙ্গে যুক্ত হলো দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলা। এই পদ্মা সেতু দক্ষিণের মানুষের কষ্ট কমিয়ে দিয়েছে। কিন্তু কিছু কথা না বললেই নয়। দক্ষিনের মানুষের জন্য একা তলোয়ার নিয়ে লড়াইটা করেছেন শেখ হাসিনা। স্বপ্ন দেখেছেন, স্বপ্ন দেখিয়েছেন। ট্রল , ষড়যন্ত্র,আন্তর্জাতিক বাধা কি আসে নাই। এমনকি বিরোধীদল এবং একদল সুশীল দেশে বিদেশী সব কিছু করেছেন ,পদ্মা সেতুর কাজ বন্ধ করার জন্য। শেষে শেখ হাসিনা জয়ী হলেন। জয়ী হলেন দক্ষিনের মানুষ। মীর জাফর গং পরাজিত হলেন। শেখ হাসিনাই আজ সিরাজ। বিজয়ী সিরাজ!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow