Connect with us

মিরর বিশেষ

আগোরায় সেরা শাহেদের ভিডিও

Published

on

আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা ‘আগোরা’ ২০২৪ সালের ওয়াও ভিডি ও দুই থিমের সেরা পুরষ্কারটি জিতে নিলেন হবিগঞ্জের তরুণ আলোকচিত্রী শাহেদ আহমেদ।

এক ইমেইল বার্তায় শাহেদ আহমেদকে এ তথ্য নিশ্চিত করেছে আগোরা কর্তৃপক্ষ।

আলোকচিত্রী শাহেদ আহমেদ

শাহেদ আহমেদ হবিগঞ্জ শহরের অনন্তপুরের আফাজ উদ্দিন ও শাহীন আক্তারের ছেলে।তিনি হবিগঞ্জ বৃন্দাবন কলেজে লেখাপড়া শেষ করে এখন ফ্রিল্যান্সিং ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।

তিনি পেশায় একজন ব্যবসায়ি। যে ভিডিওটি আগোরায় প্রথম হয় সেটা উনার নিজের বাসা থেকে ২০২২ সালে তোলা। সেটি ফটিজল পাখির, মা পাখি তার বাচ্ছাগুলিকে খাওয়ানোর ভিডিও । জানা গেছে,স্পেনের বার্সলোনায় আগোরা প্রতিবছর বিভিন্ন বিষয়ের উপর আলোকচিত্র প্রতিযোগিতার আয়োজন করে।প্রতিযোগিতায় এবারের বিষয় ছিল ওয়াও ভিডিও দুই ।

পৃথিবীর সেরা হাজারো আলোকচিত্রী তাদের ভিডিও সেখানে জমা দেন, কয়েক হাজার ভিডিওর মধ্যে থেকে বিচারকমন্ডলী সেরা ৫০টি ভিডিও নির্বাচন করেন।

বিচারকদের নির্বাচিত সেই ৫০টি ভিডিও ছেড়ে দেয়া হয় অনলাইন ভোটের জন্য। অনলাইনে আলোকচিত্রীদের ভোটে ৫টি ভিডিও নির্বাচিত হয় চূড়ান্ত পর্বের জন্য।

চূড়ান্ত পর্বে এসে শাহেদ আহমেদের ভিডিওটি সর্বাধিক ভোটে বিজয়ী হয়। শাহেদ আহমেদ বলেন,আমার ফটোগ্রাফীর শুরুটা হয় শখের বসে,আস্তে আস্তে ছবি তোলাটা নেশায় পরিনত হয়।২০১৭ সাল থেকে ছবি তোলা শুরু করি,প্রথম দিকে সব ধরনের ছবিই তোলা হতো।এরপর হঠাৎ করে পাখি,ন্যাচার আর ওয়াইল্ড লাইফের ছবি তুলতে ভালো লাগতে শুরু হয়।২০২২ সালে ফটিকজল পাখির অনেকগুলি ছবি তোলার পর মনে এই মূহুর্তটা ভিডিও করি, তারপর এই ভিডিওটি করি ।

হাজারো ভিডিওর মধ্যে নিজের ভিডিওটি সেরাদের সেরা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে শাহেদ আহমেদ বলেন, আগোরাতে তৃতীয়বারের মত আন্তর্জতিক পুরষ্কার পাওয়ায় অনেক বেশি আনন্দিত যা ভাষায় প্রকাশ করার মত না। একটু হলেও দেশের জন্য কিছু করতে পেরেছি, যার জন্য আমার ফটোগ্রাফি জীবনটা একটু হলেও সার্থক মনে হচ্ছে।তবে এ অর্জন আমাকে ভালো কিছু করতে উৎসাহ দিবে ।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version