আবাসন সংকট নিরসনের দাবিতে ভিসির বাসার সামনে অবস্থান কর্মসূচী পালন ঢাবির কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের

Aug 14, 2023 - 17:24
 0  6
আবাসন সংকট নিরসনের দাবিতে ভিসির বাসার সামনে অবস্থান কর্মসূচী পালন ঢাবির কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলে আসন সংকট নিরসনে তিনশত ছাত্রীকে অন্য হলে স্থানান্তরসহ তিন দফা দাবিতে উপাচার্য ভবনের সামনে আজ সোমবার (১৪ আগস্ট) দুপুর ১ টা থেকে অবস্হান কর্মসূচি পালন শুরু করে কুয়েত মৈত্রী হলের সাধারণ শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান তারা তিনটি দাবি নিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে। তিন দফা দাবির মধ্যে রয়েছে মৈত্রী হল থেকে অন্তত ৩০০ শিক্ষার্থীকে অন্য হলে এক মাসের মধ্যে স্থানান্তর করা, হলের আসন সংখ্যার সঙ্গে সমন্বয় রেখে শিক্ষার্থী অ্যালোট দেওয়া এবং মূলভবনের প্রতি রুমে ছয় শিক্ষার্থীর বেশি শিক্ষার্থী বরাদ্দ দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট না করা। 

কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা জানান, "মৈত্রী হলে প্রতিবছর অধিক ছাত্রী এখানে অ্যালোটমেন্ট দেওয়া হয়। ফলে ছাত্রীদের অন্যান্য হলে ছয়মাসের মধ্যে বৈধ আসন পাওয়া গেলেও মৈত্রী হলের ছাত্রীরা চতুর্থ বর্ষে উঠেও আসন পাচ্ছে না।

 ২০১৯-২০ শিক্ষাবর্ষের পাশাপাশি ২০২০-২১, ২১-২২, ২২-২৩ শিক্ষাবর্ষের সবার আসন অনিশ্চিত অবস্থায় আছে। তাই আমরা আজকের এই অবস্থান কর্মসূচি নিয়েছি।"

তারা আরও জানান, আমরা প্রভোস্ট ম্যামের কাছে আমাদের দুজন প্রতিনিধি পাঠিয়েছি।আগেও প্রভোস্ট ম্যামকে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু আজকে আমাদেরকে আশ্বাস না দিলে আমরা এখান থেকে যাবো না।

তারা বলেন, " হলের মূল ভবনে পাঁচটি অতিথি কক্ষে চাপাচাপি করে ১০০ শিক্ষার্থী বার্ষিক চার হাজার টাকা প্রদান করে অবস্থান করেন কিন্তু তাদের জন্য মাত্র তিনটি ওয়াশরুম রয়েছে।

 ঝুঁকিপূর্ণ ঘোষিত সিকদার মনোয়ারা ভবনের তিনতলার ১৫ টি অতিথি কক্ষ রয়েছে, যেখানে বর্তমানে ১১০ জন শিক্ষার্থী অবস্থান করছে। এভাবে করে হলে থাকা আমাদের জন্য সম্ভব নয়।আমরা হল প্রশাসনকে বারবার বিষয়গুলো জানলেও তারা কোনো ব্যাবস্থা নিচ্ছে না। কিন্তু এসব বিষয়ে প্রশাসন নীরব কেন?"

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো.আখতারুজ্জামান বলেন," বিষয়টি আমি জেনেছি। তাদের দাবিগুলো যৌক্তিক। কিন্তু তাদেরকে তো আমাদের নিজেদের সীমাবদ্ধতাটুকু বুঝতে হবে। আমরা চাইলেই তো সবকিছু করতে পারি না।আশাকরি তারা তা বুঝতে সক্ষম হবে।"

উল্লেখ্য, এর আগে গত রোববার দুপুরে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হলের শিক্ষার্থীদের পক্ষ থেকে ১০৫ জন শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow