Connect with us

মিরর বিশেষ

কালনী গ্রামে পুরুষ শূন্য বাড়ি-ঘরে ভাংচুর ও লুটপাট

Published

on

হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কাজী দিপু মিয়া নিহতের ঘটনায় প্রতিপক্ষের পুরুষ শূন্য বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।

২৫টি বাড়ি ভাংচুর লুটপাট করা হয়েছে। লুন্ঠনকারী ধান, চাল, গরু, ছাগল, হাঁস, মোরগ, স্বর্ণলংকার, আসবাবপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। এখনো ভাংচুর ও লুন্ঠন অব্যাহত চলছে। এলাকাবাসীর সূত্র জানায়, কালনী গ্রামের কাজী ফরিদ মিয়া এবং ইউপি মেম্বার লুৎফুর রহমান শাস্তু মিয়ার গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে।

এ নিয়ে উভয় পক্ষের মাঝে একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষে মধ্যে বেশ কয়েকটি মামলা মোকদ্দমাও রয়েছে। বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে কাজী ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপু মিয়া নিহত হন। আর উভয় পক্ষের ৩০ জন আহত হন। দিপু মিয়া নিহতের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়লে ইউপি মেম্বার লুৎফুর রহমান শাস্তু মিয়ার পক্ষের লোকজন পুলিশের গ্রেফতার এড়াতে বাড়িঘর ছেড়ে আত্ম গোপনে চলে যান।

আর পুরুষ শূন্য বাড়িতে কাজী ফরিদ মিয়ার পক্ষের লোকজন ভাংচুর ও লুটপাট করেন। ভাংচুর ও লুটপাট করা হয়েছে ইউপি সদস্য লুৎফুর রহমান শাস্তু মিয়া বাড়ি। এছাড়া তার বাবা আব্দুর রাজ্জাক, চাচা গিয়াস উদ্দিন, কমল উদ্দিন, মধু মিয়া, মতি মিয়া, বিল্লাল মিয়া, ইদু মিয়া, জাহির মিয়া, জজ মিয়া, গোলজার মিয়া, সিজিল মিয়া, ইসমাইল মিয়া, আক্তার মিয়া, আতাব মিয়া, মঞ্জুই মিয়া, শাহজাহান মিয়া, ছুরুক মিয়া, হিরুন মিয়া, সাজন মিয়া, এলাছ মিয়া, মকসুদ মিয়া ও খেলু মিয়ার বাড়িসহ প্রায় ৩০টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়েছে। ইউপি সদস্য লুৎফুর রহমান সাস্তু মিয়ার ছোট বোন নার্গিস আক্তার জানান, ঘটনার পর থেকে কাজী ফরিদ মিয়ার লোকজন আমাদের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ভাংচুর করা হয়েছে।

তারা লুট করে ধান, চাল, গরু, ছাগল, হাঁস, মোরগ, স্বর্ণলংকার, আসবাবপত্রসহ প্রায় কোটি টাকার মালামাল লুট করে নিয়েছে। এখনো তারা আমাদের বাড়িঘরে ভাংচুর লুটপাট করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টি কামনা করছি। 

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির জানান, যারা আইন নিজের হাতে তুলে নেবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন-আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কালনী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version