গল্পের ভিতরের গল্প, স্পিক আপ বশেমুরবিপ্রবির স্বপ্নীল পথচলা

কথায় আছে, একজন ভালো বক্তা জন্মায় না; সে তৈরি হয়। আর এই তৈরি হবার পেছনে থাকে অনেক ঘটনা, অনেক ফেলে আসা গল্প। ঠিক তেমনি একটি গল্প "স্পিক-আপ বশেমুরবিপ্রবি"।
২০১৮ এর কোনো এক দিনে খানিকটা অগোছালোভাবেই যাত্রা শুরু- গোছানো ভাষায় মানুষ তৈরির সংগঠন "স্পিক আপ বশেমুরবিপ্রবি" র।
সুন্দর, সাবলিল ও মার্জিতভাবে নিজের মনের ভাব সমাজের সামনে তুলে ধরার এক মহান উদ্দেশ্যে পথচলা শুরু এই সংগঠনটির।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( বশেমুরবিপ্রবি) দেশ-বিদেশের হাজারো শিক্ষার্থীর এক মিলনমেলা। একটি মিলনমেলা ঠিক তখন পূর্ণতা পায় যখন সকলে তার মনের ভাব পরিপূর্ণরুপে প্রকাশ করতে পারে; কথায়, শরীরি ভাষায় ও বাচনভঙ্গীতে। প্রাতিষ্ঠানিক ধরাবাধা শিক্ষায় এসবের কতটুকুই বা শিখতে পারে একজন শিক্ষার্থী।
এই অপূর্ণতাকে পূর্ণতাদানে কাজ করে যাচ্ছে "স্পিক-আপ বশেমুরবিপ্রবি" বলে জানান সংগঠনটির বর্তমান সভাপতি মুজাহিদুল ইসলাম।
এই সংগঠনের রুপকার নাঈম আশরাফি তুহিন যে রুপরেখা দাড় করিয়ে দিয়ে গেছেন সেভাবেই কাজ করে যাচ্ছে বর্তমান সদস্যরা। ইতিমধ্যে তাদের আয়োজিত সাপ্তাহিক সেশন ও বিশেষ সেশনগুলো বিশ্ববিদ্যালয়ের সকল মত, দর্শন নির্বিশেষে সকলের প্রশংসা কুড়িয়েছে।
What's Your Reaction?






