Connect with us

আইন - আদালত

চুনারুঘাটে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত

Published

on

চুনারুঘাট উপজেলার বদরগাজি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত কয়েক ধরনের দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শনিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় পাইকপাড়া ইউনিয়নের অন্তর্গত বদরগাজি বাজারস্থ আইয়ুব আলী মেম্বার এবং সাবেক জেলা পরিষদের সদস্যের অফিসের সামনে ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে শনিবার বিকেল ৫টায় চুনারুঘাট থানায় ওসি মোহাম্মদ নজরুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন-  চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের পঞ্চাশ এলাকার মৃত মিম্বর আলীর ছেলে মো. মিজানুর রহমান (২৫) ও সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বাল্লা ৯নং মানিকপুর এলাকার মৃত আসাদুর রাহমানের ছেলে মো. ফয়সল আহমদ (৩০), একই উপজেলার ৯নং মাতার  এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. ছালিক আহমদ (২৮)। এর আগে ভোর রাত সাড়ে ৪টায় থানার ওসি মোহাম্মদ নজরুল ইসলাম ও  উপ-পরিদর্শক এসআই লিটন রায়সহ একদল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনতার সহায়তায় গ্রেফতার করেন। তাদের কাছ থেকে ডাকাতির চাইনিজ দা,  গ্রিলকাটা কাটার,  স্লাইরেন্সসহ ডাকাতির কাজে ব্যবহৃত  বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে ওসি আরও  জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version