ডেঙ্গু বিস্তার রোধে প্রয়োজন জন সচেতনতা

Aug 17, 2023 - 20:11
 0  5
ডেঙ্গু বিস্তার রোধে প্রয়োজন জন সচেতনতা

ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মুমূর্ষু অবস্থা না হলে মানুষ হাসপাতালে যেতে চায় না। আবার হাসপাতালেও পর্যাপ্ত ধারণ ক্ষমতা নেই। তাই শুধু চিকিৎসা সুবিধা বৃদ্ধি করলেই হবে না, ডেঙ্গু নিয়ন্ত্রণে প্রয়োজন জন সচেতনতা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এবং বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির যৌথ উদ্যোগে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহমুদ আল আমিন মিলনায়তনে ডেঙ্গু মশার প্রতিরোধ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, অপরিকল্পিত নগরায়ন ডেঙ্গুর মত রোগ বিস্তারের অন্যতম কারণ। বাংলাদেশ নগরায়নের মধ্য দিয়ে যাচ্ছে, তাই পরিকল্পিত নগরায়নে আমাদের দৃষ্টি দিতে হবে।

তিনি আরো বলেন, উন্নত বিশ্বে গবেষণার জন্য ডেঙ্গু রোগের তথ্য সংরক্ষিত থাকে। আমাদের স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গু রোগ ও রোগীর বিষয়ে পর্যাপ্ত তথ্য সংরক্ষণ করা হয় না। তবে এই বছর প্রথমবারের মত স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু রোগীদের তথ্য সংরক্ষণ করছে, যা প্রশংসাযোগ্য। তিনি ডেঙ্গু রোগ বিস্তার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সেমিনার আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির সভাপতি অধ্যাপক ড. হামিদা খানম এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. লোকমান হোসাইন।

সেমিনারে ‘Dengue Mosquitoes: Identification, Surveillance and Control Measures’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার ড. মো. হাসানুজ্জামান। এসময় ‘Dengue Epidemiology in Bangaladesh: How far are we from an Effective Vaccine?’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআরবি’র ইমার্জিং ইনফেকশন অ্যান্ড প্যারাসাইটোলজি ল্যাবরেটরি বিভাগের সায়েন্টিস্ট ড. মোহাম্মদ শফিউল আলম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow