ঢাবির বিশেষ সমাবর্তনের নিবন্ধন শুরু আজ

Sep 1, 2023 - 09:39
Sep 1, 2023 - 09:42
 0  13
ঢাবির বিশেষ সমাবর্তনের নিবন্ধন শুরু আজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘ডক্টর অব লজ’ (মরণোত্তর) ডিগ্রি দিতে আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনের নিবন্ধন চলবে আজ ১সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, “রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর শিক্ষার্থী ও শিক্ষকরা স্ব-স্ব ড্যাসবোর্ড এবং রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা https://convocation.du.ac.bd পোর্টালে লগইন করে স্যুভেনির সংগ্রহের রসিদ এবং রেজিস্ট্রেশন ফরম ডাউনলোড করতে পারবেন।

শিক্ষকরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে আগামী ২৩ ও ২৫ অক্টোবর ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে স্যুভেনির, আমন্ত্রণপত্র ও কস্টিউম সংগ্রহ করতে পারবেন।

রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও অ্যালামনাই সদস্যরা ডাউনলোড করা ফরমের কপি জমা দিয়ে একই তারিখ, সময় ও স্থান থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন।

অপরদিকে শিক্ষার্থীরা স্যুভেনির সংগ্রহের রসিদ জমা দিয়ে ২৩ ও ২৫ অক্টোবর সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজ নিজ অনুষদ থেকে স্যুভেনির ও আমন্ত্রণপত্র সংগ্রহ করতে পারবেন।

শিক্ষার্থী, শিক্ষক, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট এবং অ্যালামনাই প্রত্যেক ক্যাটাগরিতে আসন সংখ্যা নির্ধারিত। ফলে যেকোনো ক্যাটাগরিতে নির্ধারিত সংখ্যক নিবন্ধন সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে ওই ক্যাটাগরির নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।

আগামী ২৬ অক্টোবর সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ সমাবর্তন হবে। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. সাহাবুদ্দিনের সভাপতিত্বে সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর পক্ষে ডিগ্রি গ্রহণ করবেন বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা।

কোভিড মহামারীর আগের বছর ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে বসেছিল বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন জাতীয় কমিটি ও জাতীয় বাস্তবায়ন কমিটির যৌথ সভা। যেখানে বঙ্গবন্ধুকে মরণোত্তর সম্মানসূচক পিএইচডি ডিগ্রি দেওয়ার এই প্রস্তাব উপস্থাপন করেছিলেন জাতীয় কমিটির সদস্য অধ্যাপক মুহাম্মদ সামাদ।

একই বছর ১০ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুজিববর্ষ উদযাপন সভায় বিশেষ সমাবর্তন আয়োজনের প্রস্তাব ফের তুলেছিলেন এই অধ্যাপক। সেই প্রস্তাব ২০২০ সালের ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এবং ২৮ জানুয়ারি সিন্ডিকেটে সর্বসম্মতভাবে অনুমোদিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow