দেড় বছরেও শেষ হয়নি সহকারী জজ নিয়োগ প্রক্রিয়া

সহকারী জজ নিয়োগের জন্য পঞ্চদশ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (১৫তম বিজেএস) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় দেড় বছরেও নিয়োগ প্রক্রিয়া শেষ হয়নি।
তিন ধাপে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে নিয়োগের সুপারিশ পাওয়ার পরও গেজেট না হওয়ার কারণে চাকরিতে যোগ দিতে পারছেন না ১০৩ জন প্রার্থী।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) ওয়েবসাইট থেকে জানা যায়, ১৫তম বিজেএসের মাধ্যমে সহকারী জজ নিয়োগের জন্য গত বছরের ১২ মে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন গত বছরই প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষা নেয়। এ বছর মৌখিক পরীক্ষা শেষে গত ২৪ জানুয়ারি চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এতে ১০৩ জনকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। কিন্তু এখনো গেজেট না হওয়ায় তাঁরা চাকরিতে যোগ দিতে পারছেন না। অর্থাৎ ১৬ মাসেও ১৫তম বিজেএসের নিয়োগপ্রক্রিয়া শেষ হয়নি।
উল্লেখ্য, দেশে বর্তমানে প্রায় ৪০ লাখ মামলা বিচারাধীন রয়েছে। দ্রুত মামলা নিষ্পত্তির জন্য বিচারক নিয়োগ তাড়াতাড়ি সম্পন্ন করতে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান বিচারপতির নির্দেশ থাকলেও তদন্ত প্রক্রিয়ার আমলাতান্ত্রিক জটিলতায় বারবারই এই নিয়োগ প্রক্রিয়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে।
এমনকি ১৬তম বিজেএস পরীক্ষা প্রাথমিক ও লিখিত পরীক্ষা শেষ হয়ে মৌখিক পরীক্ষার সম্ভাব্য সময় ঘোষণা করলেও ১৫তম বিজেএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের গ্যাজেট আটকে আছে।
What's Your Reaction?






