বহু অপকর্মের হোতা নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাগ ইউনিয়নের মান্দারকান্দি গ্রামের সাবেক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্যামানন্দ ভট্টাচার্য এখনও অধরা ।
জানা যায়, বিশেষ ধর্মের পুরোহিত নামধারী হরচন্দ্র ভট্টাচার্যের পুত্র শ্যামানন্দ ভট্টাচার্য ওরফে স্যামু ভট্ট স্বাধীনতার পূর্বে দেশত্যাগী হলেও স্বাধীনতার উত্তর বাংলাদেশে ফিরে পিতার ভিন্ন ভিন্ন নামধারণ ও ওয়ারিশান সেজে প্রতারণা, জমি দখল এবং জাল-জালিয়াতির মাধ্যমে নামে বেনামে জমি বিক্রি করে এলাকায় দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করতে থাকে।
আওয়ামী লীগের শাসন আমলে ১৫ বছর তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ওঠেছেন মান্দার কান্দি গ্রামের বাসিন্দারা।
যা বিগত কয়েক বছর বিভিন্ন পত্র-পত্রিকায়ও নিউজ প্রকাশিত হয়েছিল। তবে বিশেষ ধর্মের লোক হওয়ায় সব কিছু থেকেই পার পেয়ে যায়। আওয়ামী লীগের দুসর নেতাদের একক ছত্রছায়া অবলম্বন করে মান্দার কান্দি গ্রামে আঃ মজিদ, আঃ মাহিদ, বসির মিয়াদের কেন্দ্র করে সন্ত্রাসী বাহিনী হিসেবে গড়ে তুলেছিলেন শ্যামানন্দ ভট্টাচার্য ওরফে স্যামু ভট্ট কালিয়ার ভাঙ্গা ইউনিয়নের মান্দার কান্দি সহ রামপুর রাণী গাঁও এলাকায়
চাঁদাবাজি, জমি দখল, মাদক ব্যবসা সিন্ডিকেট নিয়ন্ত্রণ লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের সাবেক নেতা ও সাবেক এমপি শাহনেওয়াজ মিলাদ গাজীর বিশ্বস্ত সহযোগী হওয়ার অতিরিক্ত বল প্রয়োগ করে অপকর্ম করেছে শ্যামানন্দ ভট্টাচার্য ওরফে স্যামু ভট্ট।
অবশেষে গত ২০ সালে মান্দারকান্দি গ্রামের শাহ জাহির আলীর পুত্র শাহ মোঃ মোশাররফ আলী (সেলিম) দায়েরকৃত প্রতারণা ও জালিয়াতির সি.আর ৫৯৪/১৯৯৯ মামলায় বিগত ২০ সালে বৃহস্পতিবার আদালতে হাজিরা দিলে বিজ্ঞ বিচারক শ্যামানন্দকে হবিগঞ্জ কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার শ্যামানন্দ ভট্টাচার্য ও তার দলের প্রধান আঃ মজিদ গংরা একই গ্রামের আঃ মজিদ, আঃ মাহিদ, আঃ বসির সহ গ্রামের নিরীহ মানুষদের কাছে জমি সংক্রান্ত বিষয়ে সবসময় চাঁদা নিয়ে আসছে। প্রকাশ থাকে যে, শ্যামানন্দ ভট্টাচার্যের কাহিনী দৈনিক প্রতিদিনের বাণী ১৯ আগস্ট ২০০৭ইং সংখ্যায় “নবীগঞ্জের পরীতে এক হিন্দু পরিবারের বাড়ি দখল করে অসামাজিক কর্মকাণ্ড চালানোর অভিযোগ” দৈনিক হবিগঞ্জ সমাচার ১২ এপ্রিল ২০১২ইং সংখ্যায় “প্রতিকার চেয়ে প্রধানমন্ত্রীর বরাবরে আবেদন—মান্দারকান্দি গ্রামের এক ব্যক্তির বিভিন্ন অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ”, দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস ২১ আগস্ট ২০০৭ইং সংখ্যায় “নবীগঞ্জের মান্দারকান্দি গ্রামের গ্রাম্য প্রতারকের অপকর্ম ও অসামাজিক কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ” ও দৈনিক খোয়াই ১৯ আগস্ট ২০০৭ইং সংখ্যায় “প্রয়াত শিক্ষক হরচন্দ্র ভট্টাচার্যের গ্রামের বাড়ি দখল নিয়ে দখলদারের অসামাজিক কার্যকলাপ” শীর্ষক খবর প্রকাশিত হয়েছিল। এলাকাবাসী একটাই দাবী আওয়ামীলীগের দুসর শ্যামানন্দ ভট্টাচার্য কে আইনের আওতায় এনে গ্রেপ্তার এর জোর দাবী জানিয়েছেন গ্রামবাসী সহ এলাকাবাসী।