সদর থানা পুলিশ নেত্রকোণা থেকে ৫ বছরের শিশু ভিকটিম ইসমাঈল মিয়াকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার সদর থানার এসআই আওলাদ হোসেন প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে শিশুকে উদ্ধার করে। পরে তার নানা পইল নাজিরপুর গ্রামের আব্দুস সহিদের নিকট আদালতের নির্দেশে সমজিয়ে দেয়। পুলিশ জানায়, ওই শিশুর মা প্রবাসে থাকে।
তার একমাত্র পুত্র সন্তানকে নানা আব্দুস সহিদ লালন পালন করতেন। এলাকার কিছু লোকের সহায়তায় তার পিতা না বলে নিয়ে যায়। এ ঘটনায় নানা আব্দুস সহিদ কোর্টে একটি মামলা করেন। এরপর বিচারক ওই শিশুর মায়ের সাথে ভিডিও কলে কথা বলেন।
এর প্রেক্ষিতে ভিকটিমকে উদ্ধারের নির্দেশ দেয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এসআই আওলাদ জানান, শিশুকে উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়।