হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকচাপায় এক নারী যাত্রী আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শাহজিবাজার মাজার গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি প্রাইভেটকারকে একটি ট্রাক চাপা দিলে গাড়িতে থাকা এক নারী যাত্রী নাকে আঘাত পান। তবে গাড়ির চালকসহ অপর দুই যাত্রী সুস্থ রয়েছেন।
আহত নারী’কে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
যাত্রীদের পরিচয় বিষয়ে জানতে চাইলে গাড়িচালক জানান, “স্যার গাজীপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি)।”
এ ঘটনায় এলাকায় সাময়িক সময়ের জন্য যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।