Connect with us

জাতীয়

র‍্যাব-৯ এর অভিযানে শায়েস্তাগঞ্জ থেকে একটি এয়ারগান উদ্ধার

Published

on

র‌্যাব-৯ এর অভিযানে শায়েস্তাগঞ্জ থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দেয়া এক বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করে। এর আগে র‌্যাব-৯, সিপিসি-৩,

শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা করে। জানা যায়, শায়েস্তাগঞ্জ থানাধীন বড়চর এলাকার আকাশমনি গাছ বাগানের ঝোপের মধ্যে একটি এয়ারগান লুকিয়ে রাখা হয়েছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল রাত আনুমানিক ১টা ২৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়। এসময় ঝোপের ভেতর একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত পরিত্যক্ত অবস্থায় ০১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে উদ্ধারকৃত এয়ারগানের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে তাৎক্ষণিকভাবে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

র‍্যাব সূত্রে জানানো হয়, উদ্ধারকৃত এয়ারগানটি নাশকতামূলক কাজে ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Exit mobile version