Connect with us

রাজনীতি

লাখাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানজিনা রহমান প্রিয়ার গণসংযোগ

Published

on

আসন্ন ১৮মে লাখাই উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে পশ্চিম বুল্লাগ্রামের প্রয়াত সাংবাদিক আতাউর রহমান ইমারানের সহধর্মিণী তানজিনা রহমান প্রিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিভিন্ন গ্রামে গনসংযোগ ও লিফলেট বিতণ করে নির্বাচনীয় প্রচারণা চালিয়ে যাচ্ছেন, তারই ধারাবাহিকতায় শুক্রবার (৮মার্চ) মাদনা, বেগুনাই, গোয়াকাড়া, মুড়িয়াউক, ধর্মপুরের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কালে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তানজিনা রহমান প্রিয়া ভোটারদের সাথে সালাম ও কুশল বিনিময় করেন এবং নির্বাচনে তাকে ভোট দেওয়ার আহবান জানিয়ে বলেন, লাখাই উপজেলার অবহেলিত ও বঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করার লক্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি লাখাই উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা প্রয়োজন করে যাব, আমি এ উপজেলার ইতিহাস বদলে দিতে চাই বলেও মন্তব্য করেন তিনি।

জানাযায়, এ প্রার্থীর স্বামী প্রয়াত সাংবাদিক আতাউর রহমান ইমরান দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন, সাংবাদিকতার পূর্বে সে লাখাই উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র-সহ সভাপতি ছিলেন, এছাড়াও তার শশুর সামছুল আলম লিয়াকত বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লাখাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ছিলেন, শাশুড়ী মোছাঃ ফয়জুন্নেসা সাবেক লাখাই উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version