Connect with us

আইন - আদালত

সিলেট রেঞ্জের শ্রেষ্ট সার্কেল আশরাফুজ্জামান

Published

on

আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাধবপুরের কৃতি সন্তান আশরাফুজ্জামান আশিক (পিপিএম সেবা)।

মঙ্গলবার সকালে সিলেট রেঞ্জ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক রেঞ্জ কনফারেন্স সভায় এই শ্রেষ্টত্ব ঘোষনা হয়।


পুলিশের রেঞ্জ ডিআইজি মোঃ মুশফেকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি কমান্ড্যান্ট মোঃ হুমায়ুন কবীর, আরআরএফ সিলেটের মোঃ আজিজুল ইসলাম, পুলিশ সুপার, হবিগঞ্জ এ. এন. এম. সাজেদুর রহমান, পুলিশ সুপার সিলেট মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মৌলভীবাজার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পিপিএম,পুলিশ সুপার সুনামগঞ্জ তোফায়েল আহাম্মেদ। পুলিশ সুপার (অপারেশন্স এন্ড ট্রাফিক) মোঃ আমিনুল ইসলাম,সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম খানা প্রমূখ উপস্থিত ছিলেন।

গত মার্চ মাসে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রনে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সভাপতি শ্রেষ্টত্ব ঘোষনা করে ওনার হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।


উল্লেখ্য এডিশনাল এসপি আশরাফুজ্জামান আশিক মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।তার পিতা মরহুম শফিকুল ইসলাম আরজু একজন গর্বিত মুক্তিযোদ্ধা ও নিবেদিতপ্রাণ স্কুল শিক্ষক ছিলেন।

জালাল উদ্দিন লস্কর | মাধবপুর

Exit mobile version