Connect with us

জাতীয়

অটোরিক্সা অটোটেম্পু মিশুক বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি জসিম সেক্রেটারী হাসান

Published

on

হবিগঞ্জ জেলা অটোরিকসা-অটোটেম্পু মিশুক-বেবিটেক্সি শ্রমিক ইউনিয়নের মাধবপুর উপজেলা উপকমিটির নির্বাচনে মো. জসিম উদ্দিন চৌধুরী ৯১২ ভোট পেয়ে সভাপতি এবং মো. হাসান মিয়া ৭৮৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ চলে। ভোটগণনা শেষে রাত ১টার সময় প্রিজাইডিং অফিসার ও উপজেলা মৎস্য অফিসার আবু আসাদ মোহাম্মদ ফরিদুল হক ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে সিনিয়র সহ সভাপতি পদে সেলিম মিয়া, সহসভাপতি পদে হামিদ আলী পাঠান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুবেল মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে ইউসুফ মিয়া, প্রচার সম্পাদক পদে আউয়াল মিয়া, শ্রমিক কল্যান সম্পাদক পদে আলমগীর মিয়া, দপ্তর সম্পাদক পদে শামসু মিয়া বিজয়ী হন।

সদস্য পদে সুমন মিয়া, হাউস মিয়া, কুতুব আলী ও মো. আলমগীর নির্বাচিত হয়েছেন।

কমিটির ১৫টি পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালিকাভুক্ত ৩৮৮৬ জন ভোটারের মধ্যে ২ হাজার ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির