Connect with us

ধর্ম 

অর্ধশতাধিক ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ

Published

on

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনে রোজাদার গরীব, দুস্থ ও অসহায় ছিন্নমূল অর্ধশাতাধিক মানুষের মাঝে ইফতার বিতরণ করছে হবিগঞ্জ সদর উপজেলার
রাজিউরা ইউনিয়নের সমাজসেবী ৮ তরুণ। শুক্রবার (২৯ মার্চ) ইফতারপূর্বক ঐ লোকদের হাত ইফতারি তুলে দেয়া হয়, এসময় উপস্থিত তরুণরা হলেনঃ নাহিদুর রহমান. তূর্জ, জয়, উজ্জল, পাবেল পিন্টু, মোশাহিদ, ইমাদ। বিনামূল্যে ইফতার পেয়ে চরম খুশী রেলওয়ে স্টেশনে থাকা গরীব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষগুলো। তারা ওই তরুণদের জন্য প্রাণখুলে প্রার্থনা করেছেন। আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান ঐ তরুণগণ।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version