Connect with us

আইন - আদালত

আজমিরীগঞ্জে ইয়াবাসহ কারবারি আটক

Published

on

হবিগঞ্জ জেলার আজমীরীগঞ্জ থানার পুলিশের মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় ১০২ পিস ইয়াবাসহ একজন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে আজমিরীগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানাধীন আজমিরীগঞ্জ পৌরসভার সিনেমা হল সংলগ্ন পাহাড়পুর রোডে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো : শফিকুল ইসলামের নেতৃত্বে ও এস আই শুভ্র সহ একটি বিশেষ টিমের অভিযানে তাকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ী আজমিরীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের মোঃ আরজ আলীর পুত্র মোঃ রিশাদ মিয়া (২৫)। 

আজমিরীগঞ্জ থানার (এসআই) শুভ্র জানান, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট সহ নগদ ২১০০ টাকা উদ্ধার করা হয়।আটককৃতকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হবে।

স্থানীয় জনগণ পুলিশের এই পদক্ষেপকে প্রসংশা ও স্বাগত জানিয়ে বলেছেন, মাদকবিরোধী এই কার্যক্রম সমাজকে অপরাধমুক্ত রাখতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরে আজমিরীগঞ্জে ইয়াবা ট্যাবলেটের রমরমা ব্যাবসা চলে আসছে। তবে ইয়াবা ট্যাবলেট বিক্রেতার মূল হোতাকে আইনের আওতায় আনার দাবি জানান আজমিরীগঞ্জের সাধারণ জনগণ। 

আজমিরীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, ” মাদক ব্যবসা ,মাদক সেবন কারী,এবং মাদকের সাথে জড়িত ব্যক্তিদের প্রতিরোধে পুলিশ সব সময় সজাগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।” মাদকের বিরুদ্ধে সকলকে সোচ্চার হতে ও আহ্বান জানিয়েছেন তিনি । যেকোনো ধরনের তথ্য থাকলে তা থানায় অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির