Connect with us

রাজনীতি

আজমিরীগঞ্জে বিজয়ী আলাউদ্দিন

Published

on

হবিগঞ্জের আজমিরীগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ৪৩টি কেন্দ্রে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. আলাউদ্দিন মিয়া (কাপ পিরিচ) প্রতিকে বিজয়ী হয়েচেন। তার প্রাপ্ত ভোট ১৫ হাজার ১৮২টি।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার (কৈ মাছ) প্রতিকে পেয়েছেন ১২ হাজার ৫০৩ ভোট।

মোট ২৬৭৯ ভোটে বেসরকারিভাবে মো. আলাউদ্দিন মিয়া বিজয়ী হয়েছেন।

ভাইস চেয়ারম্যান (পুরুষ) বিজয়ী মিলোয়ার হোসেন (তালা)। প্রাপ্ত ভোট ১১ হাজার ৫০০ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কালীপদ পাল (টিউবওয়েল)  ৯ হাজার ২৭৬ ভোট।

ভাইস চেয়ারম্যান (মহিলা) বিজয়ী মাহমুদা আক্তার রেপা (ফুটবল)। প্রাপ্ত ভোট ১৯ হাজার ৪৩৮টি। নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকসানা আক্তার (হাঁস) পেয়েছেন ১৫ হাজার ৭০৮ ভোট।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version