হবিগঞ্জ সদর উপজেলার উচাইল বাজার থেকে পিকআপ সহ ৩ গরুচোর কে আটক করেছে পুলিশ। গতকাল রবিবার ভোরে সদর থানার ওসি একেএম শাহাবুদ্দিন শাহীনের নির্দেশে এস আই প্রদীপ রায়, সাইফুল ইসলাম,
এ এস আই তাওহীদ বিশ্বাস সহ একদল পুলিশ অভিযান চালিয়ে ৩ টি গরুসহ তাদের আটক করেন। আটকরা হল, রিচি গ্রামের সুফি মিয়ার পুত্র আলমগীর মিয়া (৩৪), শাহাবুদ্দিন এর পুত্র ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সালাউদ্দিন সালমান (৩০) ও আজিম উদ্দিনের পুত্র দুলাল আহমেদ (২৫)।
সদর থানার ওসি জানান, পিকআপ দিয়ে গরু চুরির সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করা হয়েছে । গতকাল রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।