Connect with us

রাজনীতি

এনামুল হক সাকিবের বিরুদ্ধে হবিগঞ্জে ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ

Published

on

হবিগঞ্জে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে ফেরার পথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চার নেতা-কর্মী দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। হামলায় নেতৃত্ব দিয়েছেন সংগঠন থেকে সম্প্রতি বহিষ্কৃত সাবেক যুগ্ম-আহ্বায়ক এনামুল হক সাকিব—এমনটাই অভিযোগ করেছেন আহতরা।

হামলার ঘটনাটি ঘটে শুক্রবার (৯ মে) সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের  পুরাতন হাসপাতালের সামনে । আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে সংগঠনের সদস্য সচিব মাহদী হাসান, সদস্য রকি, সাইদুর ও অন্তর রয়েছেন। চিকিৎসকদের মতে, মাহদী হাসানের অবস্থা আশঙ্কাজনক।

আহতরা জানায়, তারা বিক্ষোভ মিছিল শেষে বাড়ি ফিরছিলেন, তখন সাকিবের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলার সময় হামলাকারীরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। আহতরা অভিযোগ করেন, সাকিবকে সম্প্রতি সংগঠনবিরোধী কর্মকাণ্ড ও শৃঙ্খলাভঙ্গের কারণে বহিষ্কার করা হয় এবং বহিষ্কারের পর থেকেই তিনি সংগঠনের কার্যক্রমে বাধা দিচ্ছিলেন।

হবিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এ বিষয়ে তদন্ত চলছে। আহতরা জানিয়েছেন, বহিস্কৃত যুগ্ম-আহবায়ক এনামুল হক সাকিব ও তার লোকজন এ হামলা চালিয়েছে।

Exit mobile version