জীবন বাঁচতে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে চিত্রনায়ক শান্ত খানের কাছে আশ্রয় নিয়ে ছিলেন হবিগঞ্জ সদর ৩ আসনের এমপি আবু জাহির, কিন্তু শেষ রক্ষা হলো না গণপিটুনিতে নিহত হয়েছেন চেয়ারম্যান ও তার ছেলে এসময় গুরুতর আহত হয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির।
সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগ করার পর, সেলিম খান ও শান্ত খান এলাকা ছেড়ে থেকে পালিয়ে যাওয়ার সময় বিকেলে বালিয়া ইউনিয়নের বাগাড়া বাজারে এ ঘটনা ঘটে। এ সময় সেলিম খানের সাথেই ছিল সাবেক সাংসদ আবু জাহির।
জানা গেছে, নিজ এলাকা থেকে পালিয়ে যাওয়ার সময় বালিয়া ইউনিয়নের ফরক্কাবাদ বাজারে এসে জনগণের তোপের মুখে পড়েন তারা। এরপর সেখানে আবু জাহির এবং সেলিম নিজ পিস্তল থেকে গুলি করে উদ্ধার হয়ে আসতে পারলেও পার্শ্ববর্তী বাগাড়া বাজারে এসে জনতার মুখোমুখি হয়।
তারপর সেখানে জনগণের পিটুনিতে নিহত হোন সেলিম খান ও তার ছেলে শান্ত খান। এসময় গনপিটুনিতে গুরুতর আহত হন হবিগঞ্জের সাবেক সাংসদ আবু জাহির। গনপিটুনিতে আবু জাহিরের বুকের পাজর ভেঙ্গে গেলে স্থানীয় আনসার সদস্যরা মেজর ওয়াকিউল্লা নাবিদের সহায়তায় জেলা সদর হাসপাতালে পাঠানো। হসপিটাল জানায়, আবু জাহির এমপির বুকের পাজরে ভেঙ্গে যায় পাশাপাশি বাম চোখে বাঁশের লাঠি ডুকে যাওয়ার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
নিরাপত্তার স্বার্থে তাকে উন্নত চিকাৎসার জন্য তাকে ঢাকায় প্রেরন করা যাচ্ছে না বলে জানান মেজর ওয়াকিউল্লা নাবিদ। উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের আমলে সেলিম খান চাঁদপুর নৌ-সীমানায় পদ্মা-মেঘনার চর থেকে বিভিন্ন সময় বালু তোলাসহ নানা কারণে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদ থেকে আজীবন বহিষ্কার করে আওয়ামী লীগ।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন তিনি। এদিকে ২০১৯ সালে উত্তম আকাশ পরিচালিত ‘প্রেম চোর’ সিনেমার মাধ্যমে অভিনয়ে যাত্রা শুরু হয় শান্ত খানের। এরপর ‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ ও ‘বিক্ষোভ’ সিনেমায় দেখা গেছে তাকে। এছাড়াও তার অভিনীত কয়েকটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়।