হবিগঞ্জের লাখাই উপজেলায় গলায় ফাঁস দিয়ে
নারায়ন শুক্ল বৈদ্য (৪০) নামে এক পান ব্যাবসায়ী আত্মহত্যা করেছেন। রবিবার (৭এপ্রিল) ভোরে উপজেলার বামৈ বড় আশ্রম এলাকায় এ ঘটনাঘটে। নারায়ন ওই গ্রামের ধীরেন্দ্র শুক্ল বৈদ্যের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ওসি. আবুল খায়ের বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আত্মহত্যার কারন জানা যায়নি।
স্থানীয়র জানান, গত কয়েকদিন যাবত মৃত নারায়ন তার ভাই ও বউদের মাঝে ঝগড়াঝাটি চলে আসছিল। এর অভিমানে সে গাছের সাথে পরনের ধুতি গলায় পেছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়াও সে বামৈ বাজারের আলোচিত পান ব্যাবসায়ী ছিল।