চুনারুঘাট উপজেলার মুরাবন্দ গ্রামে মোটর সাইকেলে ধাক্কা লাগাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নরপতি গ্রামের আব্দুল্লাহ নামে এক যুবক ছুরিকাহত হন। শনিবার (২২ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ঘরগাঁও মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রাম থেকে এক নারী মাজার জিয়ারতের জন্য আসেন মুড়ারবন্দ মাজারে। এসময় ঘরগাঁওয়ের সানু মিয়ার ছেলে সুয়েমের বাইকে ধাক্কা লাগে ওই নারীকে। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীর ছেলে সুয়েমকে চড়-থাপ্পড় মারেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যস্থতায় মীমাংসার চেষ্টা চলছিল।
তবে উত্তেজনা বাড়ে যখন সুয়েমের পিতা সানু মিয়া বলে ওঠেন, চট্টগ্রামের লোকজনের জন্য স্থানীয়দের এত মাথাব্যথা কেন? এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতÐা শুরু হয়। একপর্যায়ে সানু মিয়া, সুয়েম ও তাদের লোকজন মিলে নরপতি গ্রামের আব্দুল্লাহকে দাওয়া দেন। আত্মরক্ষায় তিনি মুড়ারবন বাজার সংগ্ন রাজুর দোকানে আশ্রয় নেন। সেখানে তাকে ছুরিকাঘাত করা হয়।
আহত অবস্থায় আব্দুল্লাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় রাজুর দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। পরে ঘরগাঁওয়ে মাইকিং করে লোক জড়ো করা হয়, এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বিপুল সংখ্যক পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে চুনারুঘাট থানার ওসি নুর আলম বলেন, পরিস্থিতি শান্ত রয়েছে।