Connect with us

মিরর বিশেষ

চেয়ারম্যানের জুতার নিচে গরীবের চাল!

Published

on

ছবি | জুতা নিয়ে চালের স্তুপের দাড়িয়ে চাল বিতরণ করছেন ইউপি চেয়ারম্যান।

হবিগঞ্জ সদর উপজেলা  ৬ নং রাজিউড়া ইউনিয়নের আওয়ামী লীগের বিতর্কিত  চেয়ারম্যান বদরুল করিম দুলাল সম্প্রতি একটি বিতরণ কার্যক্রমে চালের স্তুপের জুতা নিয়ে দাড়িয়ে ছবি তুলেছেন, এই ছবি ঢাকঢোল পিটিয়ে ফেসবুক প্রচার করছেন। যা স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা সৃষ্টি করেছে।

ছবিতে দেখা গেছে, চেয়ারম্যান জুতা পড়ে অসহায় গরিবদের জন্য বরাদ্দকৃত চালের স্তুপের ওপর দাঁড়িয়ে নিজেকে ক্যামেরাবন্দী করছেন।

স্থানীয়রা বলছেন, একজন জনপ্রতিনিধির জন্য জনগণের প্রতি দায়বদ্ধতা কেবল বিতরণেই সীমাবদ্ধ নয়; বরং সেই বিতরণ যেন মর্যাদাপূর্ণ ও সম্মানজনক হয়, সেটিও তার দায়িত্ব। কিন্তু এ ধরনের অসাবধানতা ও অবহেলা অসহায় মানুষের অনুভূতিকে আঘাত করেছে।

এ বিষয়ে চেয়ারম্যান বদরুল করিম দুলাল এর সাথে যোগাযোগ করলে তিনি কোনো মন্তব্য করেননি।

বিষয়টি হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারকে মেসেজ দেয়া হয় কিন্তু তিনি কোন রিপ্লাই দেন নি।

Exit mobile version