Connect with us

সারাদেশ

ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী নিহত

Published

on

ছবি | নিহত জনি দাশের পাশে বসে কাঁদছেন মা

হবিগঞ্জ শহরের দেয়ানত রাম সাহার বাড়ি এলাকায় চুরদের ছুরিকাঘাতে হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী জনি দাশ (১৬) নিহত হয়েছেন।

আহত হয়েছেন তার বড় ভাই বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জীবন দাশ জয়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার (৩ জুলাই) রাত ৩ টার দিকে চুরির উদ্দেশ্যে বাসায় প্রবেশ করে একাধিক ব্যাক্তি।

এসময় দরজা খুলে চোরকে ঝাপটে ধরলে দুর্বৃত্তদের একজন জনি ও তার ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় চুরেরা। গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।

জনি দাশের বাড়ি বানিয়াচং উপজেলার বাঘতলা গ্রামে। তার বাবা নর্ধন দাশ শহরের চৌধুরী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি চুরি নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চোর বা হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে হত্যায় ব্যবহৃত ছোরাসহ বেশ কিছু আলামত জব্দ করেছে পুলিশ।

Exit mobile version