Connect with us

বিনোদন

জন্মদিনের পাঁচদিন পর নিজেকে শুভেচ্ছা জানালেন পরীমণি

Published

on

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণির জন্মদিন ছিল গত ২৪ অক্টোবর, কিন্তু এটি ছিল শুধু একটি দিন মাত্র নয়- এই উৎসব শুরু হয়েছিল আরও আগেই, প্রায় চার দিন আগে, এবং এখনও চলমান। পরীমণি নিজেই তার সামাজিক যোগাযোগ-মাধ্যমে একাধিক পোস্ট করে এই দীর্ঘকালীন উৎসবের খবর জানাচ্ছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পরীমণি একটি ভিডিও শেয়ার করে নিজেকে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী পরিমনি।

এর আগে, মঙ্গলবার পরীমণির টিমের সহকর্মী ও মেকআপ আর্টিস্ট অর্ক তার জন্য অগ্রিম কেক কাটেন, যা সোশ্যাল মিডিয়াতে প্রকাশিত হয়। এর মাধ্যমে পরীমণির জন্মদিনের উৎসবের সূচনা হয়। বৃহস্পতিবার পরীমণি মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হন, এবং সেখানে তার জন্মদিনের বিশেষ আয়োজন ছিল বলে ধারণা করা হয়।

এরপর শুক্রবার পরীমণি নিজের জন্মদিন মালয়েশিয়ার লংকি আইল্যান্ডে সহকর্মীদের নিয়ে কেক কাটেন। তিনি ফেসবুকে নিজের জন্য শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়।’

তবে জন্মদিনের পরও যেন উৎসব থামেনি। চার দিন পর ২৮ অক্টোবর আবারও নিজের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পরীমণি একটি ফুলের তোড়াসহ একটি ছবি পোস্ট করেন। এর পরের দিন, বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পরীমণি একটি ভিডিও শেয়ার করেন যেখানে তিনি একটি বিলাসবহুল হোটেলের ভেতরে দাঁড়িয়ে আছেন। পেছনে মালয়েশিয়ার আলোকিত শহরের দৃশ্য দেখা যাচ্ছে এবং তার সামনে সাজানো কয়েকটি কেক, যেগুলোর ওপর মোমবাতি জ্বলছে।

ভিডিওতে পরীমণিকে নিজের কেকের দিকে তাকিয়ে মুগ্ধভাবে হাসতে দেখা যায়, আর তারপর হাত জোড় করে যেন নিজেকে শুভেচ্ছা জানাচ্ছেন। পুরো দৃশ্যই আনন্দে পূর্ণ, যা পরীমণির জন্মদিনের বিশেষ আয়োজনের চমৎকার এক পরিপূরক হয়ে ওঠে

Exit mobile version