হবিগঞ্জের কিবরিয়া ব্রিজ একালাকার নবীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে আওয়ামী কৃষক লীগের সদস্য এখলাছ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় হবিগঞ্জ জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন কিবরিয়া ব্রিজ, নবীগঞ্জ – হবিগঞ্জ সিএনজি মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মোঃ শাহীন মিয়া।
অভিযোগে উল্লেখ করা হয়, নবীগঞ্জ রোডের কিবরিয়া ব্রিজ ও পৌর এলাকার স্ট্যান্ডে দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি ট্রাফিক পুলিশের সহযোগিতায় চাঁদাবাজি করে আসছে। অভিযোগ অনুযায়ী, যেসব সিএনজির নাম্বার মেয়াদোত্তীর্ণ, তাদের কাছ থেকে প্রতি সপ্তাহে ৩৫০ টাকা এবং যেসব সিএনজির রেজিস্ট্রেশন নাম্বার নেই, তাদের কাছ থেকে ৫০০ টাকা করে আদায় করা হচ্ছে।
ছবি | হবিগঞ্জ জেলা পুলিশ সুপার বরাবর সিএনজি মালিক শ্রমিকদের অভিযোগ
অভিযোগে আরও বলা হয়েছে, এখলাছ মিয়ার ইশারায় ট্রাফিক পুলিশের কিছু সদস্য প্রথমে সিএনজি আটক করে পরে এখলাছ মিয়াকে ডেকে আনেন, তিনি ৩ থেকে ৫ হাজার টাকা গ্রহণের পর ট্রাফিক সদস্যদের গাড়ি ছেড়ে দিতে বলেন।
আরো দেখুন | অব্যবস্থাপনা অসুস্থ সদর হাসপাতাল
একাধিকবার সতর্ক করার পরও অভিযুক্ত ব্যক্তি এসব কর্মকাণ্ড বন্ধ করেননি। বরং স্থানীয় কিছু ব্যক্তিকে সঙ্গে নিয়ে সিএনজি চলাচল বন্ধের হুমকি দিয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এছাড়াও, গত ৮ ফেব্রুয়ারী মাসে এখলাছ মিয়া তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী দিয়ে এক সপ্তাহ সিএনজি চালাচল বন্ধ করিয়ে রাখেন পরবর্তীতে সেনা কর্মকর্তাদের হস্তক্ষেপে পুনরায় সিএনজি চালাচল শুরু করে।
এ বিষয়ে অভিযোগকারী শাহীন মিয়া বলেন, “চাঁদাবাজি ও হুমকির কারণে নবীগঞ্জ স্ট্যান্ডের সিএনজি মালিক ও চালকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এতে পরিবহন ব্যবস্থা ও জনসেবা ব্যাহত হচ্ছে।” অভিযোগ পত্রে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানিয়েছেন— বিষয়টি দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নিতে, যাতে পরিবহন খাতের শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত হয়।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের সাথে যোগাযোগের চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি।