Connect with us

জাতীয়

ডাকাতদলের হামলার শিকার বাহুবলের গরু ব্যবসায়ী অবশেষে মারা গেলেন

Published

on

ডাকাতদলের হামলার শিকার বাহুবলের গরু ব্যবসায়ী লিয়াকত মিয়া মারা গেছেন। গতকাল বুধবার হবিগঞ্জ জেলা সদর আধুুনিক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃৃত্যুবরন করেন। এর আগে তিনি মৌলভী বাজার সদর হাসপাতাল ও হবিগঞ্জ জেলা সদর আধুুনিক হাসপাতালে ৩দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। লিয়াকত আলী ওই উপজেলার বাবনাকান্দি গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, সন্তানদের নিয়ে সুখে দিন কাটাতে গরু ব্যবসা শুরু করেন লিয়াকত। কোরবানীর ঈদ ঘিরে ব্যবসায় অনেকটা লাভবানের স্বপ্ন দেখেন তিনি। গত রোববর (২৫ মে) গরু ব্যবসার কাজে শ্রীমঙ্গল (সিন্দুর খাঁ) গরুর হাটে যান লিয়াকত। তবে ফেরার পথে ডাকাতদলের কবলে পড়েন তিনি। ডাকাতরা তাকে প্রথমে স্প্রে মেরে অচেতন করার চেষ্টা করে। পরে তাকে মাটিতে ফেলে পেটে আঘাত করে। যে কারনে তার পায়খানার রাস্তা ফেটে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে অচেতন অবস্থায় মৌলভী বাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

তার পরিবারের লোকজন বিষয়টি জানতে পেরে পরদিন তাকে সেখান থেকে এনে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। ২ দিন চিকিৎসার পর গতকাল তিনি মারা যান। স্থানীয়রা বেেলন, ‘স্বামী-স্ত্রীসহ তার পরিবারের ৭  জন সদস্য ছিলেন।

তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্রমী ব্যক্তি। তার মৃৃত্যুতে পরিবারটি এখন অসহায় হয়ে পড়েছে।

Exit mobile version