Connect with us

জাতীয়

ডিসি অফিসের সামনে এ কোন দৃশ্য? দিনে প্রেমের খেলা, রাতে ভয়ঙ্কর আড্ডা

Published

on

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ মিনার ও রুম এবং পুরাতন ট্রেজারি ভবনের পরিত্যক্ত গাড়ির রেকর্ড রুম ভিতরগুলোকে অন্তরঙ্গভাবে সময় কাটানোর স্থান হিসেবে বেঁছে নিয়েছে। দিনের বেলা তারা এ স্থানগুলোকে আওডাখানায় রূপান্তর করেছে। আর সন্ধ্যার পর নানা ধরণের অপরাধীদের আনাগোনা বেড়ে যায় এখানে। ডিসি অফিসের নাইট গার্ড থাকলেও পাহারা জোরদার না হওয়ায় এমনটা হচ্ছে বলে অনেকে মনে করছেন। এতে করে ডিসি অফিসের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে অনেকেই মনে করছেন যে কোনো সময় গুরুত্বপূর্ণ দলিলাদি চুরি যেতে পারে। জানা যায়, দিনের বেলা শহীদ মিনারের পেছনে এবং রেকর্ড রুম এবং পুরাতন ট্রেজারি ভবনের পরিত্যক্ত গাড়ির ভিতরগুলোকে একান্তে সময় কাটানোর স্থান হিসেবে মনে করেন অপ্রাপ্ত বয়স্ক প্রেমিক-প্রেমিকারা। জানা যায়, বিকাল বেলা শহরের অনেক বয়স্ক ও অসুস্থ লোকজন ডিসি অফিসের মাঠে হাটতে আসেন। কিন্তু ওইসব কিশোর-কিশোরীদের অস্বাস্থ্যকর মুহুর্ত দেখে তাদেরকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। দিনের বেলা শহীদ মিনারে জুতা পা নিয়ে উঠে সেলফি তোলা নিত্যদিনকার ঘটনা হয়ে দাড়িয়েছে তাদের নিকট। এতে করে শহীদ মিনারের পবিত্রতা নষ্ট হচ্ছে। এ ছাড়া ডিসি অফিসের ওয়াকওয়ে রাস্তার পাশে দিন ও সন্ধ্যার পর বেঞ্চগুলোতে বসে প্রেমিক-যুগল সময় কাটানোর নামে আমোদপূর্তি করে। এতে করে পথচারীদের চলাফেরা করতে বিব্রত হতে হয়। অনেকে মনে করেন জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরের মাঠ বিনোদন পার্কে পরিণত হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Exit mobile version