Connect with us

সারাদেশ

দুই লাখ টাকা নিয়ে নিখোঁজ গৃহবধূ

Published

on

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন এলাকা থেকে ২৫ বছর বয়সী খায়রুন্নেসা (২৬) নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছে।

এ ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে তার বোনের বাসা কোর্ট স্টেশনে আসলে ২ লাখ টাকা নিয়ে সে নিখোঁজ হয়।

এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এদিকে তার অনুপস্থিতিতে দুইটি দুগ্ধপোষ্য শিশু অসুস্থ হয়ে পড়েছে।

এ ঘটনায় তার বোন সাবিনা আক্তার হবিগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরী করেছেন। সে শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের মেম্বার কালাম মিয়ার স্ত্রী ও রিচি গ্রামের মলাই মিয়ার কন্যা।

ডায়েরী নং-১৮২৪।

Exit mobile version