সিলেটের কানাইঘাটে দ্বিতী শ্রেণির এক শিক্ষার্থীকে বলা’ৎকা’রের অভিযোগে দায়ের করা মামলায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
শনিবার (১২ জুলাই) দুপুর ২টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং এলাকায় অভিযান চালায়। অভিযানে সিলেট জেলার কানাইঘাট থানার বীরদল (পুরানফৌদ) এলাকার বাসিন্দা মো. জাকারিয়া (৩৫) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়।
সে সিলেটের কানাইঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।
র্যাব জানায়, গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও সন্ত্রাসবিরোধী অভিযান চলমান থাকবে।