Connect with us

জাতীয়

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকের মৃত্যু

Published

on

হবিগঞ্জের নবীগঞ্জ–আউশকান্দি সড়কের বাজকাশারা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি আবুল কালাম মিন্টু (৪৫)।

তিনি নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর গ্রামের ইউপি সদস্য ইউসুফ মিয়ার ভাই এবং পেশায় একজন সিএনজি চালক ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৮ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে বাজকাশারা গ্রামের ওই সড়কে একটি দ্রুতগামী পিকআপ ভ্যান একটি সিএনজিকে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে ছিটকে পড়ে যায়। দুর্ঘটনার পর পিকআপটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে সিএনজি চালক মিন্টুকে উদ্ধার করে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে পৌঁছান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোনায়েম মিয়া বলেন, আমরাও প্রাথমিকভাবে জানতে পেরেছি, পিকআপের ধাক্কায় সিএনজি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। নিহত পরিবার এখনো মামলা করতে চায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Exit mobile version