Connect with us

জাতীয়

প্রেমিকের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিলো লাবণী

Published

on

হবিগঞ্জ শহরে কম্পিউটার শেখার কথা বলে নিখোঁজ হওয়া বানিয়াচংয়ের কলেজছাত্রী লাবনী আক্তারের সন্ধান মিলেছে গাজীপুরে। তবে তদন্তে জানা গেছে, সে নিখোঁজ হয়নি; স্বেচ্ছায় যশোরে থাকা প্রেমিকের উদ্দেশ্যে বাড়ি ছেড়েছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনকেও ভাবিয়ে তুলেছিল।

গতকাল রবিবার লাবনীর ভাই-বোন গাজীপুরের একটি গার্মেন্টসে গিয়ে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

এর আগে গত ৩ সেপ্টেম্বর লাবনী হবিগঞ্জ শহরে কম্পিউটার প্রশিক্ষণে যোগ দেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এ ঘটনায় প্রশাসন তৎপর হয়ে লাবনীর কললিস্ট (সিডিআর) সংগ্রহ করে। অনুসন্ধানে জানা যায়, যশোরে থাকা প্রেমিকের কাছে যাওয়ার জন্যই সে রওনা হয়েছিল। তবে সেখানে প্রেমিক তাকে গ্রহণ না করে, প্রেমিকের দুলাভাই লাবনীকে আশ্রয় দেয়।

পরে পুলিশের পক্ষ থেকে লাবনীর অবস্থান সম্পর্কে তার ভাই-বোনকে জানানো হলে তারা গাজীপুর থেকে তাকে উদ্ধার করে।

লাবনী বানিয়াচংয়ের চতুরঙ্গ রায়েরপাড়ার বাসিন্দা এবং জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

Exit mobile version