Connect with us

দূর্নীতি

বনজ দ্রব্য পরীক্ষণের নামে চলছে চাঁদাবাজি

Published

on

সিলেট বন বিভাগের শায়েস্তাগঞ্জ রেঞ্জের আওতাধীন ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর চেক স্টেশনে বনজ দ্রব্য পরীক্ষনের নামে চলছে চাঁদাবাজি। কাঠ ও ফার্নিচারের গাড়ি আটকে বিভিন্ন অজুহাত দেখিয়ে চাঁদাবাজি করে যাচ্ছেন বন বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারীরা।চেক স্টেশনের পিএম আব্দুস সালামের নেতৃত্বে এই চাঁদাবাজি করাচ্ছেন স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম খান।


চাঁদাবাজি কার্যক্রম ও বিভিন্ন গাড়ির পাস বাণিজ্যের সুবিধার্থে দুই মাস আগে বদলির আদেশ হওয়া আব্দুস সালামকে এখন পর্যন্ত শায়েস্তাগঞ্জ চেকস্টেশনে দায়িত্ব দিয়ে রাখা হয়েছে। সেই সুযোগে সালাম বিভিন্ন গাড়ি আটকে চাঁদাবাজি, করাতকলের মালিকদের কাছ থেকে মাসোহারা আদায়, অবৈধ বনজদ্রব্য পরিবহনকারী গাড়ির পাস বাণিজ্য সহ প্রতি মাসে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে। আর এর ভাগ যাচ্ছে উপর মহল পর্যন্ত ফলে নির্ভয়ে অপকর্ম করে যাচ্ছে সালাম। নাম প্রকাশ না করার শর্তে চেক স্টেশনের এক কর্মকারচারী জানান, চাঁদাবাজি সুবিধার্থে সালামকে এখন পর্যন্ত আটকে রেখেছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা। তার মাধ্যমে সকল চাঁদাবাজি করানো হয়।


কিছুদিন আগে একটি বৈধ কাঠ বোঝাই গাড়ি আটকে ৩০ হাজার টাকা চাঁদা চাওয়ার ভিডিও ভাইরাল হলেও কোন ধরনের পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। ফলে দিনে দিনে বেপরোয়া হয়ে উঠেছে চাঁদাবাজ চক্রটি।


মহাসড়কে চাঁদাবাজি বন্ধে দ্রুত পদক্ষেপ গ্রহনের পাশাপাশি অভিযুক্ত কর্মচারীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


অভিযোগের বিষয়ে আব্দুস সালাম এর সাথে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়।
একই বিষয়ে শায়েস্তাগঞ্জ চেক স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম খানের সাথে যোগাযোগ করলে তিনি কোন বক্তব্য দেননি।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির