হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সেনাবাহিনীর রাত্রীকালীন অভিযানে হবিব উল্লা (১১৫) নামের এক বৃদ্ধ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে প্রায় ৯০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার ৮২২ টাকা, গাঁজা সেবনের তিনটি কলকি, একটি চাকু ও গাঁজা পরিমাপের পাল্লা উদ্ধার করা হয়।
শনিবার (১৬ আগস্ট) গভীর রাতে বানিয়াচং সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিউল আযীমের নেতৃত্বে ফুলবাগ গ্রামে এ অভিযান পরিচালিত হয়। পরে রবিবার (১৭ আগস্ট) গ্রেপ্তারকৃত বৃদ্ধকে থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
গ্রেপ্তার হওয়া হবিব উল্লা উপজেলার ১নং ইউনিয়নের ফুলবাগ গ্রামের মৃত তাইজুল্লাহ মিয়ার ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হবিব উল্লা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। তার কারণে অসংখ্য যুবক মাদকের কবলে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, সমাজকে মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।