Connect with us

সারাদেশ

বানিয়াচংয়ে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

Published

on

বানিয়াচং উপজেলার গুনই গ্রামে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত উভয় পক্ষের ৫০ জন আহত হয়েছে।
আহতদের হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হয়। গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

সোমবার (১৫ ফেব্রুয়ারি ) বিকাল ৫ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। খবর পেয়ে বানিয়াচং থানা থেকে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানায়, বানিয়াচং উপজেলার ৭নং বরইউড়ি ইউনিয়নের মদনমুরত গ্রামে জুয়া খেলায় বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের উপর এ আক্রমণ হয়।

মদনমুরত গ্রামের পূর্ব মাঠে সনাতনী ধরমালম্বিদের ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।এ অনুষ্ঠানকে কেন্দ্র করে মাঠের পাশে জুয়া খেলার আয়োজন করে একই গ্রামের কালা হারুন মিয়ার ছেলে মুজাহিদ (২০) কুদরত মিয়ার ছেলে আমির সহ আরো অনেকে। খবর পেয়ে যথাসময়ে সেখানে গ্রামের পঞ্চায়েত সভাপতি আবু মিয়ার (৫৫) নির্দেশে হাজির হন একই মহল্লার শাহাবুদ্দিনের ছেলে সেকবুল মিয়া তাদের বাঁধা প্রদান করে।

এতেই তারা ক্ষিপ্ত হয়ে জুয়া খেলায় উপস্থিত থাকা লাউত মিয়ার ছেলে নাইম (৩০), নাজিম(২৮) সবুজ মিয়ার ছেলে জীবন (৩০) এবং কালা হারুন মিয়ার ছেলে মুজাহিদ এ নিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়।

সেকবুলের উপর ঝাপিয়ে পরে তারা ।প্রাণ বাঁচাতে তখন সেকবুল মিয়া সুর চিৎকার দিলে আশপাশের লোকজন তখন ছুঁটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাতে গ্রাম্য বিচার সালিশের কথা মেনে নিয়ে ও
সন্ধায় আবু মিয়া এর লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ধাওয়া-পাল্টাধাওয়া, মারধর, মারামারি হয়। এতে অন্তত উভয় পক্ষের অর্ধশতাধিক গ্রামবাসী আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা দৈনিক আমার হবিগঞ্জ কে জানান, ওই সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে আমি নিজে পুলিশ কে ঘটনাস্থলে ছিলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কোনো পক্ষই এখনো থানায় মামলা করেনি।

Exit mobile version