হবিগঞ্জের মাধবপুরে গত ৭ নভেম্বর (জাতীয় বিপ্লব ও সংহতি দিবস) উপলক্ষে এক বিশাল র্যালি ও সমাবেশে বিএনপি মনোনীত প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করার জন্য নেতাকর্মীরা দৃঢ় শপথ নিয়েছেন। দিনটিকে কেন্দ্র করে মাধবপুরের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
বিকেল ৩টার পর থেকেই উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মীরা ‘ধানের শীষ’ প্রতীকের সমর্থনে খণ্ড খণ্ড মিছিল নিয়ে উপজেলা পরিষদে জড়ো হতে শুরু করেন। নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশস্থল উৎসবমুখর হয়ে ওঠে। এই সকল মিছিল শেষে এক সুবিশাল র্যালি শুরু হয়, যা উপজেলা পরিষদ থেকে মাধবপুর বাজার ও প্রধান মহাসড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলের পক্ষে স্লোগান দেন এবং জনগণের মধ্যে রাজনৈতিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে পথ চলেন। যুবদল, মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এই র্যালিতে সক্রিয়ভাবে অংশ নেন, যা মাধবপুরের রাজনৈতিক উত্তাপকে আরও বাড়িয়ে তোলে।
র্যালি শেষে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মোঃ শাহজাহান। তিনি বলেন, “এবারের জাতীয় বিপ্লব দিবসের শপথ গ্রহণের মাধ্যমে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত সর্বজন গ্রহণযোগ্য প্রার্থী জননেতা সৈয়দ মোহাম্মদ ফয়সলকে নির্বাচিত করার দৃঢ় সংকল্প প্রকাশ করছি। জাতীয় বিপ্লব দিবসকে আরও শক্তিশালী ও সমন্নিত করার মাধ্যমে জনগণের পাশে দাঁড়ানোর এটাই আমাদের লক্ষ্য।” তাঁর বক্তব্যে মাধবপুরবাসী এবং দলীয় নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে কাজ করার জোরালো আহ্বান ছিল।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপি সভাপতি গোলাপ খান এবং পৌর বিএনপি সাধারণ সম্পাদক আলা উদ্দিন আল রনি।
উপজেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, যুবদল আহবায়ক এনায়েত উল্লাহ এবং যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী। সকল নেতৃবৃন্দই আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ নির্বাচনী প্রচারণায় নামার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা আশা প্রকাশ করেন, জনগণ ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে জননেতা ফয়সলকে জয়ী করবেন।