হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের প্রধান গেটের সামনে সড়কের ওপর সম্প্রতি একটি ঢালু (স্লোপ) নির্মাণ করা হয়েছে। স্লোপটি রাস্তার একটি বড় অংশ জুড়ে ঢালাইয়ের মাধ্যমে স্থায়ীভাবে তৈরি করা হয়েছে।
স্থানীয়রা বলছেন, এই কাজের পরিকল্পনায় থাকা ব্যক্তি ও তদারকির দায়িত্বে থাকা কর্মকর্তারা হয়তো অভিজ্ঞ এবং দায়িত্ববান। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—সড়কের এমন স্থায়ী রূপান্তর যান চলাচলে কোনো ধরনের বিঘ্ন ঘটাবে না তো? এতে কি যানজট আরও বাড়বে না?
জেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে এমন কাঠামো নির্মাণ শিক্ষক, শিক্ষার্থী এবং পথচারীদের চলাচলে সমস্যা তৈরি করতে পারে। যানজটের পাশাপাশি এটি দুর্ঘটনার ঝুঁকিও বাড়াতে পারে বলে মনে করছেন অনেকে।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট নির্মাণ বিভাগের দায়িত্বশীলদের আরও গভীরভাবে বিষয়টি বিবেচনার অনুরোধ জানিয়েছেন সাধারণ মানুষ।