সামনেই হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন। ভোটারদের কাছে গিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যাস্ত সময় পার করছেন উপজেলা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা।
প্রথম ধাপে হবিগঞ্জ জেলার বানিয়াচং এবং আজমিরিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন শেষ হয়েছে, ২১ মে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে নবীগঞ্জ ও বাহুবল উপজেলা নির্বাচন এবং তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ এবং লাখাই উপজেলার নির্বাচন।
২০২৪ সালের আসন্ন হবিগঞ্জ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক পেয়েছেন ৬ জন এবং ভাইস চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সহ আছেন বেশ কয়েকজন।
হবিগঞ্জ সদর উপজেলার কয়েকটি ইউনিয়ন ঘুরে দেখা যায় এবার আলোচনায় আছেন দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, দু’জনেই নতুন নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তবে বর্তমান ভাইস চেয়ারম্যানকে নতুন করে দেখতে চায় না হবিগঞ্জ সদর উপজেলাবাসী।
আলোচিত দুই ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হচ্ছেন বহুলা গ্রামের সন্তান শিক্ষানবিশ আইনজীবী সালেহ আহমদ চৌধুরী এবং অপরজন হলেন সদর উপজেলার ধুলিয়াখাল গ্রামের সন্তান দুবাই প্রবাসী মোঃ মামুন মিয়া। স্থানীয় ভোটাররা মনে করছে এই দুজন হেভিওয়েট পার্থী।
সালেহ আহমদ চৌধুরী মার্কা পেয়েছে মাইক এবং মোঃ মামুন মিয়া মার্কা পেয়েছেন পালকি।