বুধবার (৫ জুন) জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলায় সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। তবে এবারও ভোটারের খরা দেখা যাচ্ছে।
সকালে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ডাঃ মহি উদ্দিন হাই স্কুল এন্ড কলেজে এমন চিত্র দেখা যায়। ১ ঘণ্টা ২০ মিনিট সময় পার হলেও ওই কেন্দ্রের মহিলা ২নং বুথে একটি ভোটও পড়ে নাই। এই বুথে মোট ভোট সংখ্যা ২৮১ টি। সংশ্লিষ্ট কর্মকর্তারা অলস সময় পার করছেন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হাবিবুর রহমান জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে। ভোটারদের উপস্থিতি এখনো বাড়ে নাই। মাঝেমধ্যে এক দু’জন ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।
১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত মাধবপুর উপজেলায় মোট ভোটার রয়েছেন ২ লক্ষ ৭২ হাজার ৭শ ৬৫ জন। এখানে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন।