Connect with us

সারাদেশ

মাধবপুরে চাচার হাতে ভাতিজী খুন

Published

on

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের এক্তিয়ারপুরে সুমাইয়া (১০) নামে ৪র্থ শ্রেণির ছাত্রীকে কুপিয়ে হত্যা করেছে চাচা।সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে।

গত কাল সোমবার (১৬জুন) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বেনু মিয়ার সাথে তার ভাই রেনু মিয়ার জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়াঝাটি হত।

ঘটনার সময় আবারও দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হলে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় বেনু মিয়ার কন্যা সুমাইয়া (১২) কে কুপিয়ে গুরুত্ব আহত করে রেনু মিয়া।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।এরপর রাস্তায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার ওসি (তদন্ত)  কবির হোসেন। তিনি বলেন, অভিযোগ পাওয়া সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির