Connect with us

জাতীয়

মাধবপুরে ছাত্র আরিফুল ইসলাম মিঠুনসহ বিএনপির কর্মীরা এখন মামলার আসামি

Published

on

মাধবপুর উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র আরিফুল ইসলাম মিঠুনসহ বিএনপি পরিবারের সদস্যদের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।

আরিফুল ইসলাম মিঠুন মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকলেও তাকে করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলার আসামি।


হবিগঞ্জ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-১) আদালতে লস্করপুর ইউনিয়নের আব্দাবকাই এলাকার মোছাঃ নাজমা আক্তার বাদী হয়ে ছাত্র আরিফুল ইসলাম মিঠুন ও তার আপন ভাই আশরাফুল ইসলাম এবং চাচা মুতি মিয়া, ইদ্রিসুর রহমান চৌধুরী, ফুরুক মিয়া, রফিক মিয়া সহ আরও অনেকের নামে মামলা দায়ের করে।

ছাত্র নেতা আরিফুল ইসলাম মিঠুন বলেন, উদ্দেশ্যমূলকভাবে এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তার নাম দেয়া হয়েছে। এ মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিও জানান তিনি।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির