Connect with us

আইন - আদালত

মাধবপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Published

on

মাধবপুর থানা পুলিশ ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক আসামী মোঃ নিজাম উদ্দিনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) গোপন সূত্রের খবরের ভিত্তিতে মাধবপুর থানার সহকারী উপ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম কাশিমনগর এলাকায় অভিযান চালিয়ে নিজাম উদ্দিনকে গ্রেফতার করেন।গ্রেফতার নিজাম উদ্দিন মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সমজদিপুর গ্রামের বোরহান উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গ্রেফতার নিজাম উদ্দিন ২০২২ সালের একটি জিআর মামলায় আদালত কর্তৃক ৫ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও একইসাথে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত হওয়ার পর থেকেই পলাতক ছিল।গ্রেফতার আসামীকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি মামুন।

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির