Connect with us

জাতীয়

মাধবপুর-চুনারুঘাট সীমান্তে

Published

on

হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে ৫৫ বিজিবি।

গত ২৪ ঘণ্টায় ৫৫ বিজিবি মোট ৩টি পৃথক অভিযান চালায়। এসব অভিযানে প্রায় ২৯ লাখ ২৪ হাজার টাকার চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করা হয়।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা তেলিয়াপাড়ার ১০ নম্বর চা-বাগানে অভিযান চালানো হয়। অভিযানে ২৭ লাখ ৮১ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ফুসকা মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়।

অন্যদিকে, চুনারুঘাট উপজেলার গুইবিল বিওপির নিয়মিত টহল দল সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে, যার বাজারমূল্য প্রায় ৯১ হাজার টাকা।

এছাড়া মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ও মনতলা বিওপি এলাকার পৃথক অভিযানে আরও ১৪ কেজি ভারতীয় গাঁজা ও ১২ ক্যান বিয়ার উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৫২ হাজার টাকা।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত সব মাদক ও চোরাচালানি পণ্য আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন,

“সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশকে চোরাচালান ও মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে রক্ষা করাই আমাদের অঙ্গীকার।

তিনি আরও জানান, সরাইল রিজিয়নের আওতাধীন শ্রীমঙ্গল সেক্টরের অধীন ৫৫ বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, চলতি জুলাই মাসেই ৫৫ বিজিবি’র অভিযানে প্রায় ২ কোটি ৩৫ লাখ ১২ হাজার টাকার ভারতীয় চোরাচালানি পণ্য, মাদক ও যানবাহন জব্দ করা হয়েছে।

Exit mobile version