হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়ার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে।
সম্প্রতি রাজিউড়া ইউনিয়নের এক স্থানে মাটি ভরাটের কাজ করছিলেন মকবুল মিয়া নামের এক ব্যক্তি। এ সময় মমিনুল ইসলাম ও দুলাল মিয়া তার কাছে প্রথমে প্রতিদিন ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। পরবর্তীতে তারা এককালীন ২ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা দিলে কাজ করতে কোনো ধরনের বাধা দেওয়া হবে না বলে আশ্বাস দেন।
একপর্যায়ে সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া দাবি করেন—৫ লাখ টাকা না দিলে কাজ করতে দেওয়া হবে না।
এ বিষয়ে জানতে চেয়ে হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি কাজল মিয়া কে একাদিক কল করলে তিনি রিচিভ করেননি।
এ বিষয়ে রাজিউড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ উসমান গণির বক্তব্য জানতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া প্রয়োজন।