Connect with us

দূর্নীতি

লাখাইয়ে ইউনিয়ন যুবলীগ সভাপতি কর্তৃক পাচারকৃত ৪৫ বস্তা সরকারি চাল জব্দ

Published

on

লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন যুবলীগ সভাপতি বশির মিয়ার কর্তৃক পাচারকৃত ৪৫ বস্তা, সরকারি চাল, যাহা প্রায় ২ হাজার কেজি চাল মাধুবপুরের জগদীশপুর ইউনিয়নে পাচারকালে জব্দ করেছে নাসিননগর উপজেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করে অত্র উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার বলেন, জব্দ কৃত সরকারি চালের বস্তাগুলো মোড়াকরি গ্রামের বশির মিয়ার। চালগুলো জব্দ করা হয়েছে এবং অপরাধী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বুধবার (৪সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে এ-সব চাল জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

জানা যায়, অনেকদিন ধরে বিভিন্ন খাতের সরকারি চাল নিয়মিত পাচার করে আসছিলেন লাখাই উপজেলার মোড়াকরি ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির মিয়া। বুধবার দুপুরেও প্রায় ৪ হাজার কেজি সরকারি চাল ব্যাটারি চালিত ৫ টি অটোরিকশা করে পাচার হচ্ছিল। এসব চাল নিয়ে যাওয়া হচ্ছিল পাশ্ববর্তী মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নে। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী অফিসার কাজী রবিউস সারোয়ার অভিযান চালিয়ে নাসিননগর উপজেলর বুড়িশ্বর ইউনিয়ন থেকে দুটি অটোরিকশা সহ ৪৫ বস্তা চাল জব্দ করে। এসময় আরও ৩ হাজার কেজি চাল নিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

এব্যাপারে অভিযুক্ত মোড়াকরি ইউনিয়ন যুবলীগ সভাপতি বশির মিয়া বলেন, এ চাল গুলো আমার নয়, অন্য এক ব্যাক্তির, চাল গুলো কাবিখা প্রকল্পের। চাল গুলো জগদীশপুর যাচ্ছিল।

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ বাংলা মিরর | সম্পাদক : মোঃ খায়রুল ইসলাম সাব্বির