লাখাই উপজেলার সিংহগ্রামে ৩০ পিছ ইয়াবাসহ শাহআলম (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ।
সে ঐ গ্রামের কাছম আলীর ছেলে। সুত্রে জানাযায়, গতকাল বুধবার গোপন সংবাদের ভিত্তিতে লাখাই থানার উপপরিদর্শক এসআই শৈলেশ চন্দ্র দাশের নেতৃত্বে এএসাই আনোয়ারুল, পিএসআই আয়াত উল্যাহ সঙ্গীয় ফোর্স আসামী শাহআলমের নিজবাড়ীতে অভিযন চালিয়ে ৩০ পিছ ইয়াবাসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার উপপরিদর্শক (এসআই) শৈলেশ চন্দ্র দাশ বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু প্রক্রিয়াধীন, মামলা দিয়ে জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হবে।