লাখাইয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ জুবায়েদ (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় ছাত্র জনতা। শুক্রবার (৪ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার স্বজনগ্রাম বাঙ্গাল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি ঐ গ্রামের মৃত জহুর আলীর ছেলে।
সুত্রে জানা যায়, লাখাই ইউনিয়নের স্থানীয় ছাত্র জনতার সমন্বয়ে একটি টিম মাদক বিরোধী অভিযান চালিয়ে যাচ্ছেন সম্প্রীতি ঐ ইউনিয়নের বিভিন্ন গ্রামের পাড়ায় মহল্লায়, তারই অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে স্বজন গ্রাম বাঙ্গাল পাড়া এলাকায় তারা অভিযান চালিয়ে মাদক কারবারি জুবায়েদ এর হেফাজত থেকে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার সহ তাকে আটক করা হয়।
একপর্যায়ে লাখাই থানা পুলিশকে খবর দিলে, অত্রথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে আসলে ছাত্রজনতা ঐ যুবককে গাঁজাসহ পুলিশের কাছে সোপর্দ করেন। বিষয়টি নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বন্দে আলী জানান, মাদক আইনে মামলা দিয়ে গ্রেপ্তারকৃত আসামীদের কে গতকাল শনিবার (৫ অক্টোবর) হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে।